নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনা সংক্রমণ রোধে লকডাউনের কারণে খরিদ্দারের আনাগোনা কমে যাওয়ায় অসহায় হয়ে পড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীসহ অন্যান্যরা। শুক্রবার এসব অসহায় যৌনকর্মীদের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
অসহায় নারী ঐক্য সংগঠন এর সার্বিক সহযোগিতায় বাহির চর দৌলতদিয়া সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমের বাড়ির আঙ্গিনায় ২০০ জন অসহায় যৌনকর্মীর মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে ‘টালিথা কুমী’ নামক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে প্রত্যেককে ভিটামিন সমৃদ্ধ ২০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি ডাউল, ২ কেজি লবন ও ২ কেজি করে সয়াবিন তেল প্রদান করা হয়। এসময় টালিথা কুমী এর চেয়ারম্যান ফিলিপ পি অধিকারী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন টালিথা কুমী এর চেয়ারম্যান ফিলিপ পি অধিকারী বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায় মানুষের জন্য কাজ করে থাকে। সমাজের অসহায় মানুষের জন্য কাজ করলেও দেশের সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লি গত বছর করনোরা কারণে লকডাউন করলে বিষয়টি জানানোর পর তাদের পাশে দাড়ানোর চেষ্টা করি। এরপর এবছর গত সোমবার থেকে যখন সারাদেশে করোনা সংক্রমণের রোধে লকডাউন ঘোষনা করা হয় তখনই অসহায় যৌনকর্মীর কথা মনে পড়ে। তাই দ্রুত প্রাথমিকভাবে ২০০ জনের জন্য ৬ প্রকারের মোট ৩১ কেজি ওজনের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে অন্যদেরও দেওয়া হবে।
অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনার কারণে গত একটি বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা অনেকটা অসহায় হয়ে পড়েছে। দীর্ঘদিন লকডাউন থাকায় তারা অনেক মানবেতর জীবন যাপন করেন। পরে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করা হয়। পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও ফের নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মানুষজনের আনাগোনা অনেকটা কমে গেছে। এরপর গত সোমবার থেকে সরকারীভাবে লকডাউন ঘোষনা করায় সবাই অসহায় হয়ে পড়ে। এই সময় এসব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেওয়ায় আমরা চির কৃতজ্ঞ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।