শেখ রাজীব, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এলাকায় র্যালি ও র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"প্রত্যেকের জন্য একটি সুন্দর স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাসপাতাল চত্বরে র্যালি বের হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই চন্দ্র ঘোষ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা সৌরভ কুমার বিশ্বাস, পায়াকট বাংলাদেশ ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মৌসুমী আক্তার, আফরোজা সুলতানা, নার্সিং সুফারভাইজার মৃদুলা বিশ্বাস, অনিতা সোম, মুক্তা সরকার, আর্জিনা আক্তার, হুসনেয়ারা খাতুন, চন্দ্রনাথ দাস প্রমুখ।
আলোচনা সভার প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে করোনা পরিস্থিতি খবই খারাপ থাকায় এবারের স্বাস্থ্য দিবস অন্যরকম ভাবে পালিত হচ্ছে। প্রতিবছরের প্রতিপাদ্যের মধ্যে একটা বিশেষ রোগ নিয়ে লেখা হয় কিন্তু এবারের প্রতিপাদ্যটা সার্বিকভাবে বিবেচনা করেই লিখেছে। সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, মাস্ক পরে বের হবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক সাজ্জাদ হোসেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।